13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে পাচারকারীদের কাছ থেকে ১ কোটি ৯৮ লাখ টাকার ২টি তক্ষক উদ্ধার !

admin
November 26, 2018 6:32 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ২টি তক্ষক আটক করেছে।

আটক তক্ষক ২টিকে সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।আটককৃত তক ২টির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা বলে কোস্টগার্ড দাবী করেছে।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ জানান, পাচারকারীরা বন্যপ্রণি নিয়ে দাকোপ উপজেলার কাটাকালী ঘাট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা রবিবার রাতে দ্রুত অভিযানে নামে।

কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌছালে বন্যপ্রণি পাচারকারীরা প্লাষ্টিকের ঝুড়িতে রাখা তক্ষক ২টি ফেলে পালিয়ে যায়।

http://www.anandalokfoundation.com/