13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনসংখ্যার হারে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবী ঐক্য পরিষদের

admin
November 16, 2018 11:54 pm
Link Copied!

সংসদে জনসংখ্যার আনুপাতিক হারে সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘জাতীয় পর্যায়ে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সংখ্যালঘুদের জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে।’

নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও জোটের মিলিত উদ্যোগে উৎসবের আবহ তৈরী হলেও এদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারছে না বলে অভিযোগ করেছে তিনি। এই উদ্বেগ থেকে মুক্ত করতে সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার এবং মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয় নির্বাচনী কাজে যাতে ব্যবহার না হয় সেজন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর নজরদারির অনুরোধ জানানো হয়।

http://www.anandalokfoundation.com/