13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ইভিএম কেন্দ্রগুলোতে থাকবে সেনাবাহিনী

admin
November 10, 2018 9:53 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সেই সব কেন্দ্রে সেনাবাহিনী রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ শনিবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেই সব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়, আর এই টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘সেনাবাহিনী কেন্দ্রে অবস্থান করবেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়নি। আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি, তারা যদি রাজি হন তাহলে ইভিএম কেন্দ্রগুলোর ওইসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবেন। তাদেরকে আগে প্রশিক্ষণ নিয়ে সে সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে। আস্থা আনতে সেনাবাহিনী দিয়েই ইভিএম কেন্দ্রগুলো পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামীকালের (রোববার) মধ্যে কোন দলগুলো কার সঙ্গে জোট করে নির্বাচন করবে তার তালিকা না দিতে পারলে সেই দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে না। আগামী মঙ্গলবার থেকে রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।’

http://www.anandalokfoundation.com/