13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হতদরিদ্রদের চিকিৎসা তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

admin
November 8, 2018 11:13 pm
Link Copied!

হতদরিদ্রদের চিকিৎসা তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অতিদরিদ্র রোগী কল্যাণ তহবিলে এ অনুদান দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে এ অনুদানের চেক গ্রহণ করেন।

এসময় প্রতিষ্ঠানটির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেসব রোগীর ৩০ টাকা দামের টিকেট কেটে সেবা নেওয়ারও সক্ষমতা নেই, তাদের জন্য একটি তহবিল তৈরির করতে বঙ্গবন্ধু মেডিকেল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এর আগে দুই দফায় ১৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।

গেল সেপ্টেম্বরে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন যা আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হল।

একই অনুষ্ঠানে প্রবীর মিত্র ও কানিজ ফাতেমা জলিকে ৩০ লাখ টাকা করে এবং নূতন ও আব্দুল কুদ্দুস বয়াতীকে ২০ লাখ করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া আবাহনীর মহাব্যবস্থাপক সুবাস সোমকে ২০ লাখ, সাংবাদিক মনজুর মোরশেদ খানকে ১০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

http://www.anandalokfoundation.com/