13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে স্বর্ণের বারসহ যাত্রী আটক

admin
November 4, 2018 12:15 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ শহিদুল ইসলাম (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে স্বর্ণের বার পাওয়া যায়। আটক শহিদুল শরিয়তপুর জেলার কান্দিরচর উপজেলার নূর ইসলামের ছেলে।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় প্রথমে তিনি শরীরে অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার পায়ুপথ থেকে দু’টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আকবার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

http://www.anandalokfoundation.com/