13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালীন সরকারের সিদ্ধান্ত ২৬ অক্টোবর

admin
October 23, 2018 2:35 pm
Link Copied!

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ২৬ অক্টোবর শুক্রবার। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, শুক্রবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভা হবে। সে সভায় নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ের মন্ত্রিসভায় দুই একজন  যুক্ত হবেন। সেটি আকার বড় বা ছোট যাই হোক।

গতকাল সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন যে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার মন্ত্রিসভার আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে।

তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় সব দলের প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

http://www.anandalokfoundation.com/