13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়া দশমীতে সনাতন ধর্মালম্বীদের সাথে অধ্যক্ষ এনামুল হকের মত বিনিময়

admin
October 19, 2018 10:09 pm
Link Copied!

নবাবগঞ্জ  দিনাজপুর প্রতিনিধিঃ   হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের আনন্দ-উল্লাস আর বিজয়ের অশ্রু।

আজ শুক্রবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বালুয়াপাড়া পূজা মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় করেন দিনাজপুর অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ এনামুল হক।

তিনি বলেন সমাজে অন্যায়, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়। আবহমান কাল ধরে এ দেশের হিন্দু সমপ্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সার্বজনীন।

এ সময় উপস্থিত ছিলেন পূজা মন্দিরে সভাপতি বাবু রনজিত সরকার, সম্পাদক রুপচাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/