13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

admin
October 9, 2018 6:37 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) শীতেষ চন্দ্র সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, কৃষি কর্মকর্তা রুপালী খাতুন, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জামান সুইট প্রমূখ।

অপরদিকে, মাগুরা-ঝিনাইদহ সড়কের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। এ সব মানবন্ধনে অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, নারী ও শিক্ষার্থীরা।

http://www.anandalokfoundation.com/