13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় উন্নয়ন মেলায় সেরাদের সেরা পল্লীবিদ্যুৎ

admin
October 8, 2018 8:14 pm
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥  নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সেরাদের সেরা হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতি। মেলার সমাপনী দিন গত শনিবার সন্ধ্যায় মেলার মঞ্চে পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মনিরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সেরাদের সেরা হওয়ার পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি স্টলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী, উপজেলা প্রকৌশলী আল আমীন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক কর্মান্ডার বজলুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মনিরুল ইসলাম জানান, অতীতের চেয়ে বর্তমানে কেন্দুয়ায় বিদ্যুতের সরবরাহ অনেক ভালো। লোডশেডিং একেবারে নাই বললেই চলে। ৬৬ হাজার গ্রাহককে আমরা ২৪ ঘণ্টাই সেবা দিয়ে যাচ্ছি। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। তাই অবিলম্বে শূন্যপদগুলো পূরণ করার জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

http://www.anandalokfoundation.com/