13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে গরু ও মাদকসহ চোরাচালানী পণ্য আটক

admin
October 6, 2018 11:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর)ঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ভারতীয় গরু,গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। এসময় মাদকের সাথে জড়িত হেলাল নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার(১০ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৃথক ৭ টি অভিযানে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব আটক করে।

আটক মাদক পাচারকারী বেনাপোলের ধাণ্যখোলা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে গরু,মাদকসহ বিভিন্ন প্রকারের ভারতীয় পণ্য পাচার হচ্ছে। এসময় বিজিবি অভিযান চালিয়ে ৪৯ ব্যাটালিয়ন অধিনস্ত বিভিন্ন এলাকা থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল, ০৮ টি ভারতীয় গরু, ৫১ টি কাথান শাড়ী এবং ০৬ কেজি গাঁজা আটক করে। এসময় গাঁজা পাচারের সাথে জড়িত এক জনকে আটক করা হয়। অনান্য অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচরকারীরা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক আটকের বিষয়টি  নিশ্চিত করে জানান, আটককৃত মালামালসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা সোপর্দের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯১ হাজার৭০০ টাকা বলে জানান তিনি।

http://www.anandalokfoundation.com/