13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেষ হচ্ছেনা চেলসির দুর্দশা

admin
November 29, 2015 9:59 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: রোববার টটেনহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দুর্দশা চলছেই।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারের পর গত শনিবার নরিচ সিটির বিপক্ষে একমাত্র গোলে জিতেছিল চেলসি। কিন্তু পরের ম্যাচেই আবার পয়েন্ট হারাল।

লিগে এ মৌসুমে এখন পর্যন্ত টানা দুই ম্যাচ জিততে পারেনি চেলসি। ১৪ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। পক্ষান্তরে হেরেছে সাতটিতে, নেমে গেছে পয়েন্ট তালিকার ১৪তম স্থানে। কে বলবে, এই দলটিই গতবারের চাম্পিয়ন!

রোববার টটেনহ্যামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না চেলসির অধিনায়ক জন টেরি। দিয়েগো কস্তাকে তো বেঞ্চেই বসিয়ে রাখেন চেলসি বস মরিনহো। তারপরও বেশ আক্রমণাত্মকই শুরু করেছিল তারা।

প্রথম ২০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু এডেন হ্যাজার্ড ও পেদ্রো রদ্রিগেজের ব্যর্থতায় সাফল্য মেলেনি। বরং ১৭ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল টটেনহ্যাম। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের জোরালো শট শেষ মুহূর্তে কোনোমতে ঠেকান চেলসি গোলরক্ষক আসমির বেগোভিচ।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে এগিয়ে যাওয়ার আরেকটি ভালো সুযোগ এসেছিল চেলসির সামনে। হ্যাজার্ডের নিচু ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। শেষ পর্যন্ত তাই স্কোরলাইন গোলশূন্যই থেকে যায়।

প্রিমিয়ার লিগের এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে একমাত্র গোলে হেরেছিল টটেনহ্যাম। এরপর থেকে টানা ১৩ ম্যাচ অপরাজিত, যা তাদের ক্লাব রেকর্ডও। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

 

http://www.anandalokfoundation.com/