13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হযরত মুহাম্মদ (সা.) এবং বুদ্ধের জীবন দর্শন ছিল গান্ধীর অনুপ্রেরণা -ইসরাফিল আলম এমপি

admin
October 2, 2018 11:57 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্ণধারই নন তিনি তৎকালীন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গুরু হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত। অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ- এই তিন নীতির প্রবক্তা গান্ধীর সামনে অনুপ্রেরণা ছিল হযরত মুহাম্মদ (সা.) এবং বুদ্ধের জীবন দর্শন। বললেন নওগা-৬ এর সাংসদ জনাব ইসরাফিল আলম।

আজ ২রা অক্টোবর মঙ্গলবার নওগাঁ জেলার আত্রাইয়ে গান্ধী আশ্রম ও বঙ্গীয় রিলিফ কমিটির আয়োজনে অহিংস ও অসাম্প্রাদায়িক নীতির প্রতীক ব্যারিস্টার মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৪৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মূখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডঃ বিথিকা বণিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আত্রাই নির্বাহী কর্মকর্তা জনাব ছাউল ইসলাম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মোবারক হোসেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন গান্ধী আশ্রমের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম মোল্লা।

http://www.anandalokfoundation.com/