13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘুদের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সম্পুর্ণ ব্যর্থ

admin
September 29, 2018 11:35 am
Link Copied!

সংখ্যালঘুদের প্রত্যাশা পূরণে রাষ্ট্র ব্যর্থ বলে মনে করছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রের প্রতি অনাস্থার কারণেই সংখ্যালঘুরা দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রতিরোধে সংসদে রক্ষাকবজ থাকলে-তা তাদের সুরক্ষা দেওয়াসহ দেশান্তরিত প্রতিহত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বক্তৃতা করেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক শাহরিয়ার কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আরেক সভাপতি হিউবার্ট গোমেজ, অধ্যাপক ড. দীনবোধি ভিক্ষু, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নেতা নির্মল রোজারিও। সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘গত পাঁচ বছর ধরে দেখছি প্রথমে সংখ্যালঘুদের বাড়িঘর, এরপর উপাসনালয়, পরে দৈহিকভাবে আক্রমণ করা হচ্ছে। দুঃখের বিষয় এসব প্রতিরোধে প্রতিবেশীরা এগিয়ে আসেননি। এগিয়ে আসেননি রাজনৈতিক নেতারাও। প্রশাসনও বেশির ভাগ ক্ষেত্রে দায়িত্ব পালন করেনি।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন একেবারেই বন্ধ করার ব্যবস্থা করুন। সংসদে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ান। দেশের অধিকাংশ মানুষই অসাম্প্রদায়িক। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সাম্প্রদায়িকতাকে দূর করা সম্ভব।’ ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক কমিশন গঠনের দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও কেন অর্পিত সম্পত্তি আইন কার্যকর হচ্ছে না? কেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না? প্রধানমন্ত্রীর দলবলের মধ্যে দুর্বল জায়গাটা কোথায়? প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এই দুর্বল জায়গাটা খুঁজে বের করে নিয়ম অনুযায়ী পরিত্যাগ করুন। ইতিহাস যেন না বলতে পারে- শেখ হাসিনার সময় সংখ্যালঘুরা বিপন্ন ছিল।’ মন্ত্রীদের বেফাঁস মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের জন্য আওয়ামী লীগ থেকে ভালো শাসক আর কেউ নেই- এমন বক্তব্য দেওয়ার আগে তাদের লজ্জিত হওয়া উচিত। কারণ তারা সুশাসন, জনগণের নিরাপত্তার প্রতিশ্রুতির ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। এসব বলার জন্য নয়।’ সুলতানা কামাল বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৪৭ বছর পরও সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি। এত বছর পর ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার জন্য সমাবেশ ডাকতে হতো না।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘কৌশলের কারণে কেউ উল্টোপথে হাঁটে না। এটাকে বলে পিছু হটা। নতিস্বীকার। আত্মমর্যাদার বিসর্জন।’ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘পাকিস্তান আমলে প্রতিটি আন্দোলনে ধর্মকে অস্ত্র বানিয়েছে। আমরা সেই অস্ত্র পরাস্ত করে জয়ী হয়েছি। সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না।’ আগামী নির্বাচনে সংখ্যালঘু নির্যাতনকারীকে মনোনয়ন না দেওয়া, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার রক্ষা, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করে সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়নসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার পাঁচ দফা দাবি তুলে ধরেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

http://www.anandalokfoundation.com/