বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৮ অপরাহ্ন
নিলয় চক্রবর্তীঃ সনাতন ধর্মালম্বীদের শক্তির দেবী রূপে পূজা করেন শ্রীদূর্গা দেবীকে আর মা দূর্গা দূর্গা প্রতিমা ভাঙলেন এলাকার জন প্রতিনিধি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার।
শুক্রবার রাতে মদ্যপান করে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ঋষি বাড়ি মন্দিরের আসন্ন দূর্গা পূজার জন্য তৈরি হওয়া প্রতিমা ভাঙচুর করার সময় স্থানীয় হিন্দু সম্প্রদায় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, দুর্গতি নাশ বা সংকট মোচন করেন ব’লেই তিনি দূর্গা। অসুররা যখন দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিলো, তখন সকল দেবতাদের মিলিত শক্তিতে দেবী দূর্গার আবির্ভাব হয়ে অসুরদের পরাজিত করে দেবতার পুনঃ প্রতিষ্ঠা করেন। আর এবারেও অসুর ইউপি সদস্যকে মূর্তি ভাংচুরের সময় হাতে নাতে ধরিয়ে দিয়ে শাস্তির ব্যবস্থা করে দিলেন মা দূর্গা।
মামলা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে জানালেন থানা কতৃপক্ষ।
বিস্তারিত আসছে……
Leave a Reply