13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যসেবার মান বাড়াতে ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা এডিবির

admin
September 20, 2018 11:50 am
Link Copied!

বাংলাদেশের শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্যাংকটির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রিয়ান চিন বলেন, শহুরে মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশ সরকার পরিচালিত ২০১২ সালের প্রকল্পটিতে এডিবি ঋণ দিচ্ছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর গুণগত সেবা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন এ অর্থায়ন ২০১২ সালের প্রকল্পসহ আরও দুটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

এর আগে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম ধাপে দেশের চার শহরে স্বাস্থ্যসেবার সহায়তায় ৪ কোটি মার্কিন ডলার ঋণ এবং ৪৫ লাখ ডলার যৌথ-বিনিয়োগে সহায়তা দেয় এডিবি।

দ্বিতীয় ধাপে ২০০৫ সাল থেকে ২০১২ সালে ছয় শহর ও পাঁচ পৌরসভায় ৩ কোটি ডলার ঋণ, ৩ কোটি ডলার যৌথ-বিনিয়োগ এবং ১ কোটি ডলার অনুদান দেয় সংস্থাটি।

http://www.anandalokfoundation.com/