13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জোট বেধে কাজ করে হিন্দুদের এগিয়ে যাওয়া সম্ভব, ঐক্যের ডাক আরএসএস প্রধানের

admin
September 12, 2018 8:17 am
Link Copied!

শুভানন্দ পুরীঃ  একসঙ্গে জোট বেঁধে কাজ করলে তবেই সমাজে এগিয়ে যাওয়া হিন্দুদের পক্ষে সম্ভব হবে। সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে। জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত।

সম্প্রতি শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেসের অনুষ্ঠানে এই ভাষণ দিয়েই সাড়া ফেলে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। তাঁর কথায়, হিন্দুরা কোনওদিন শাসন করার মানসিকতা দেখায়নি। হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে।

বক্তৃতা করতে গিয়ে ভগবত বলেছেন, অতীতে আরএসএসের কর্মকর্তারা যখন কোনও বিখ্যাত হিন্দু ব্যক্তিত্বের কাছে গিয়ে একতার কথা বলতেন, তখন জবাব আসত, সিংহ কখনও দল বেঁধে ঘোরে না। তবে ঘটনা হল, সিংহ বা জঙ্গলের রাজা বাঘ একা থাকলে বন্য কুকুরের দ্বারা আক্রান্ত হতে পারে। হিন্দু সমাজ কোনওদিনও কাউকে আঘাত করে না। তাই আমরা কীটদেরও না মেরে নিয়ন্ত্রণ করি। বাড়িতে কীটনাশক দিয়ে কীটদের তাড়িয়ে দিই, মারি না। হিন্দুরা কাউকে আঘাত না করলেও নিজেরা জোটবদ্ধ হয়নি। যার ফল ভোগ করতে হয়েছে। বক্তৃতায় বারবারই মোহন ভগবত হিন্দু ঐক্যের কথা বলেছেন।

হিন্দু সংস্থা, হিন্দুত্ববাদীদের এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এই অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, অভিনেতা অনুপম খের সহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব।

http://www.anandalokfoundation.com/