13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশ্বকর্মা পূজার জন্য তৈরি ৫ প্রতিমা ভাংচুর

admin
September 11, 2018 1:50 pm
Link Copied!

রাঙ্গুনিয়া   উপজেলার  স্বনির্ভর  রাঙ্গুনিয়া  ইউনিয়নের  শান্তি নিকেতন  এলাকায়  বিশ্বকর্মা  পূজার  জন্য তৈরি  করা  ৫টি  মূর্তি ভাংচুর করা  হয়েছে  বলে অভিযোগ  পাওয়া গেছে উপজেলার পারুয়াই উনিয়নের  মৃত  অমলেন্দু  আচার্য্যরে  ছেলে  গৌরাঙ্গ আচার্য্য  দীর্ঘদিন  ধরে  শান্তি নিকেতন  বাজারে সজল কান্তি  সরকারের মালিকানাধীন একটি দোকান ভাড়া  নিয়ে মূর্তি  তৈরী করে বিক্রি করেন। সনাতন  ধর্মাবলম্বীদের  বিভিন্ন পূজায়  ব্যবহারের জন্য  প্রতিমা, মূর্তি তৈরী করে ম–পে বিক্রি করেইসংসার চালান  গৌরাঙ্গ আচার্য্যগতকাল  (সোমবার) দুপুর দেড়টায়  এলাকার  মৃত মনজুর  আলমের পুত্র  নাজিম উদ্দিন দোকানে ঢুকে ৩ টি বিশ্বকর্মা  মূর্তি ও ২ টি  গণেশ মূর্তি ভাংচুর  করে এবং  প্রতিমা ও  মূর্তি তৈরীর  সরঞ্জাম  নিয়েযান বলে  অভিযোগ করেন গৌরাঙ্গ আচার্য। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূর্তি ভাংচুরের সত্যতা  নিশ্চিত করে  পুলিশ ঘটনার সাথে  জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন মূর্তি ভাংচুরের ঘটনায় অভিযুক্ত নাজিম   উদ্দিনের স্ত্রী  রুমা  আকতার  দাবি  করেছেন  তার স্বামী মানসিক  প্রতিবন্ধী ও মাদকাসক্ত  স্থানীয় একটি  সূত্র জানিয়েছে,  শান্তিনিকেতন  এলাকার  জনৈক মো. ইয়াছিনের  সাথে মূর্তি  তৈরীর দোকানটির  মালিকানা নিয়ে  সজল কান্তি সরকারের  বিরোধ রয়েছে এই  বিরোধের  জেরে  কয়েকদিন আগে সেখানে  মূর্তি তৈরী না করতে ইয়াছিন  বারণ করেন বলে গৌরাঙ্গ আচার্য্য জানিয়েছেন। এ ঘটনায় এলাকায়  সনাতন  ধর্মাবলম্বীদের  মাঝে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়  প্রত্যক্ষদর্শীদের  সাথে কথা  বলে জানা গেছে,  উপজেলার স্বনির্ভর  রাঙ্গুনিয়া ইউনিয়নের  শান্তি নিকেতন এলাকার গৌরাঙ্গ আচার্য্য বিশ্ব কর্মাপূজা উপলক্ষে মূর্তি বানিয়েছেন ৫টি । তিনি এসব মূর্তি বানিয়ে বিক্রি করেন। গতকাল (সোমবার) দুপুরের দিকে মূর্তির দোকান বন্ধকরে খাবার খেতে যান তিনি।  দুপুর ২ টার  দিকে দোকানে এসে  দেখতে পান  তার দোকানের পিছনের বেড়া ভেঙ্গে এলাকার  বখাটে নাজিম উদ্দিন পালাচ্ছেন। দোকান খুলে  দেখেন ৩ টি বিশ্বকর্মা মূর্তি  ও ২ টি গনেশ  মূর্তি ভাঙ্গা অবস্থায়  পড়ে আছে। এসব মূর্তির হাত পাসহ বিভিন্ন অঙ্গভেঙ্গে চুরমার করে দেন। এসব দেখে  নাজিমকে ধাওয়া  করেও তিনি ধরতে  পারেননি বলে  জানান তিনি বলেন,  এলাকার  নাজিম বিভিন্ন  সময় টাকা চান , টাকা না দেয়ায় মূর্তি  ভাংচুরের ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার  পর তিনি  স্থানীয় লোকজন  ও চেয়ারম্যানকে  বিষয়টি জানিয়েছেন বলে জানান।
অভিযুক্ত নাজিম   উদ্দিনের স্ত্রী  রুমা আকতার বলেন, তার স্বামী মানসিক  প্রতিবন্ধী ও মাদকাসক্ত ।বুঝে না বুঝে কখন কি ঘটায় ঠিক নেই। তাকে দুয়েক দিনের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর কথা ছিল বলে তিনি জানান।স্থানীয়  বাসিন্দা ও উপজেলা  পূজা উদ্যাপন  পরিষদের  সাবেক  সাধারণ সম্পাদক  নির্বানীতোষ সাহা বলেন,  আগামী ১৭  সেপ্টেম্বর  বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। মূর্তিগুলো পূজার জন্য বানানো হচ্ছে।মূর্তি ভাংচুর করা মোটেও ঠিক হয়নি। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রাঙ্গুনিয়া থানার  ওসি ইমতিয়াজ মো. আহসানুল  কাদের ভুঁইয়া  বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তি ভাংচুরের সত্যতা পেয়েছি। এ ঘটনায়  মামলার  প্রস্তুতি  চলছে  জানিয়ে তিনিবলেন, মূর্তি ভাংচুরকারী মানসিক প্রতিবন্ধী হোক বা  সুস্থ হোক, ঘটনার নেপথ্যে ও যদি কারো প্ররোচনা থাকে  তাকে ও  আইনের আওতায় আনা হবে বলে ও তিনি  জানান। এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরীকে একাধিক বার ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়

http://www.anandalokfoundation.com/