13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লেগুনা চলবে না রাজধানীতে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামানো যাবে না বাস: ডিএমপি

admin
September 4, 2018 2:20 pm
Link Copied!

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজের স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না।  বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন- সড়কের বর্তমান যে দূরবস্থা তা একদিনে তৈরি হয়নি। এটা অনেকদিনের অনিয়মের ফসল। মানুষ অনিয়মকে এখন নিয়মে পরিণত করেছে। তাই সেপ্টেম্বর মাসজুড়ে বিশেষ ট্র্যাফিক সচেতনতা কার্যক্রম ঘোষণা করেছে ডিএমপি।

হেলমেট ছাড়া কোনও রাইডারকে তেল পাম্পে তেল না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন-সেপ্টেম্বর মাসজুড়ে ৩২২ জন স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন মোড়ে ট্র্যাফিক সচেতনতার কাজ করবে। যেখানে-সেখানে গাড়ি পার্কিং, হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না।

কমিশনার আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন- আপনার ফুটওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করবেন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন- কোনও ব্যক্তি বা তার অবস্থান বিবেচনা করবেন না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

http://www.anandalokfoundation.com/