13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত, আহত ১৫

admin
September 4, 2018 1:35 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাখাওয়াত হোসেন ওরফে সাকা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে । সোমবার (৩ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার খোয়ার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাকা খোয়ার গ্রামের মৃত খালেক মাতুব্বরের ছেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোমবার বিকাল ৪টার দিকে ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগের সমর্থকদের সাথে কাউছার খানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরই সুত্রধরে ঘটনার দিন সন্ধা ৭টার দিকে পার্শ্ববর্তী গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল মতিন বাদশা মিয়ার সমর্থকদের সাথে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের আমিনুর মাতব্বারের সমর্থকদের মধ্যে দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে আমিনুর মাতুব্বারের সমর্থক সাখাওয়াত হোসেন ওরফে সাকা মাতুব্বার প্রতিপক্ষে ধারালো অস্ত্রে কোপে নিহত হন।

এসময় হাবিব ফকির (৪৫), শহীদ মাতুব্বর (২৫), আজিজুল মাতুব্বর (৪০) সহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাকা মাতুব্বার নিহতের খবর ছড়িয়ে পড়লে খোয়াড় গ্রামে কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, এলাকা এখন শান্ত আছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়াধীন।

http://www.anandalokfoundation.com/