13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে আর চিকুনগুনিয়া এবার নেই

admin
September 3, 2018 5:33 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, এবার নেই। তবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা/প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, রাজধানীতে চিকুনগুনিয়ার প্রভাব নেই। ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। তবে সেটা নিয়ে নগরবাসির আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। এমনকি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতও নয়। মেয়র আরও বলেন, আমরা প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার বাসা বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। দ্বিতীয় পর্যায়ে ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ১৭ হাজার বাসাবাড়িতে লার্ভা ধ্বংস করেছি। এই এলাকার প্রায় ৩৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে।

তিনি বলেন, সবার সন্মিলিত প্রচেষ্টায় দ্রুতই একটি ডেঙ্গুমুক্ত শহর উপহার দেবো। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেয়র বলেন, আপনার বাসা-বাড়ির পরিত্যাক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিস্কার করুন। কোনো জায়গায় পাঁচদিনের বেশি পানি জমতে দেবেন না। কেননা পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। তাই আপনার একটু সচেতনতা প্রিয়জনের জীবনকে রক্ষা করতে পারবে।

http://www.anandalokfoundation.com/