13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ১৩ সেপ্টেম্বর কনসার্টে আসছে দেশের খ্যাতনামা শিল্পীরা

admin
August 31, 2018 7:16 pm
Link Copied!

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  আগামী ১৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুরে এবং ১৫ সেপ্টেম্বর নোয়াখালীতে বিশেষ একটি কনসার্ট হতে যাচ্ছে। লক্ষ্মীপুর স্টেডিয়ামে আয়োজিত ওই কনসার্টে ব্যান্ডদল নগর বাউল খ্যাত জেমস, সোল্স, দলছুট, এলআরবি, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্য গান পরিবেশন করবে। এছাড়া দেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী গান পরিবেশন করবে। শিল্পীদের মধ্যে রয়েছেন মমতাজ, কুমার বিশ্বজিৎ, আঁখি আলমগীর, হৃদয় খান, কণা, সুবীর নন্দী, শফি মন্ডল, কিরণ চন্দ্র, চন্দনা, আরিফ, আনিকা, রিংকু, নিশিতা, শুভ অ্যান্ড ফ্রেন্ডস, পিন্টু অ্যান্ড পারভেজ, রেশমি, সাব্বির, তানিয়া, শিমুল প্রমুখ।

লক্ষ্মীপুরের আগে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানায়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশের ২০ জেলা শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্কস ও লেজার শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ‘উন্নয়ন কনসার্ট’ নামে অভিহিত করেছে মন্ত্রণালয়। কনসার্টের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’।

সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে জানানোর লক্ষ্যেই এ আয়োজন বলে জানা যায়।

http://www.anandalokfoundation.com/