13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হলো আরও ১২টি বিদ্যালয়

admin
August 28, 2018 7:43 pm
Link Copied!

আরও ১২টি বেসরকারি বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

যেসব বিদ্যালয় সরকারি করার সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এম ইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাইস্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জি সি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজকেও সরকারি করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

২৮ আগস্ট থেকে এই ১২টি বিদ্যালয়ে সরকারি হিসেবে গণ্য হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

উল্লেখ্য, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দেন।

http://www.anandalokfoundation.com/