13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পশুর কাঁচা চামড়ায় দরপতনের কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

admin
August 26, 2018 4:53 pm
Link Copied!

কোরবানির পশুর কাঁচা চামড়া তিন কারণে দরপতন হয়ে সংকট দেখা দিয়েছে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ঈদের আগে চামড়ার দাম কমানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেটা সঠিক ছিল।

বাণিজ্যমন্ত্রী বলেন, আসলে পত্র-পত্রিকায় দেখলাম চামড়া নিয়ে একটা সংকট দেখা দিয়েছে। আমি যখন দামটা কমালাম তখন সাংবাদিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখেছি দাম কেন কমালাম।

তোফায়েল বলেন, দাম কমানোর পরও কিন্তু এখন বিক্রি হচ্ছে না এর কারণ হলো- এক নম্বর গতবারের চামড়া রয়ে গেছে, দুই যারা ট্যানার্স অ্যাসোসিয়েশনের মালিক তারা বলছে ব্যাংকের ঋণ সঠিক সময়ে পাইনি, তিন সাভার যে শিল্পগুলো হওয়ার কথা সে শিল্গগুলো গড়ে উঠেনি। এসব নানা কারণে চামড়া কেনা-বেচা নিয়ে সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, তবে ব্যবসায়ীরা গতকাল আশ্বাস দিয়েছেন এটা থাকবে না ঠিক হয়ে যাবে। আমরা যে দামটা কমিয়েছিলাম সেই সিদ্ধান্ত সঠিক ছিল।

http://www.anandalokfoundation.com/