13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

“মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” টুর্নামেন্ট এর দ্বিতীয় রাউন্ডে

admin
August 25, 2018 11:45 am
Link Copied!

 খেলাধুলা যুব সমাজকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলে।

অভিজিৎ দে রিপনঃ খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে উঠে। খেলাধুলার মাধ্যমে যেমন যুব সমাজকে সন্ত্রাস, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখে তেমনি বহি:র্বিশ্বে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পায়।যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করাসহ সুপথে রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা।ফুটবল একটি আন্তর্জাতিক খেলা।খেলাধুলা যুব সমাজকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।”মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” টুর্নামেন্ট এর দ্বিতীয় রাউন্ডের খেলায় বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন।আয়োজক কমিটির সমন্বয়ক রাজীব দে এর সভাপতিত্ব ও জুয়েল আইচ’র সঞ্চালনায়”মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” টুর্নামেন্ট বীর চট্টলার পলোগ্রাউন্ড মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। বিজয়ের জন্য নয়,ভাতৃত্বের জন্য খেলা” সকল সনাতনী সংগঠনের ভাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে এই প্রথম চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বীর বিপ্লবী”মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন”মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” খেলা”র প্রধান উপদেষ্টা ইনসকো বাংলাদেশ এর সদস্য বাবু মিলন শর্ন্মা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রবাল ঘোষ দেবু, বিশিষ্ট সমাজ সেবকশ্রী বিকাশ চৌধুরী (বিপ্লব)। প্রধান অতিথি আরে বলেন,যুব সম্প্রদায়কে সঠিক নেতৃত্বদানের মধ্যে দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ-বঞ্চনা, দারিদ্র্য-দুর্ভিক্ষ পীড়িত ও পরাধীনতার গ্লানি থেকে দেশ মাতৃকাকে মুক্ত করতে যেমন গড়ে তোলেন আপোষহীন স্বদেশী বিপ্লব, ব্রিটিশ বিরোধী বিপ্লবের অমর নায়ক বীর চট্টলার অহঙ্কার মহান বিপ্লবী মাস্টার দা সূর্যসেন। মাষ্টারদা সূর্যসেন সমগ্র পৃথিবীর নিপীড়িত, শোষিত, বঞ্চিত ও পরাধীন দেশের মানুষের সংগ্রামের প্রেরণা হিসেবে আজীবন পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকবেন। তিনি আরো বলেন,সনতনী তরুণ-যুব সমাজকে জাগিয়ে তুলে ভাতৃত্ব বজায় রাখতে “মাস্টার’দা সূর্য সেন প্রিমিয়ারলীগ ফুটবল” টুর্নামেন্ট অবিস্মরণীয় হয়ে থাকবে।এতে বক্তব্য রাখেন সৈকত বসু,অভিজিৎ দে রিপন, ধীরাজ চৌধুরী, অজয় দত্ত, রাজের ধর, পিয়াল শর্ন্মা, সত্যজিৎ চৌধুরী, সৈকত দে প্রমুখ।

http://www.anandalokfoundation.com/