13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চামড়া কিনতে ৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে চার ব্যাংক

admin
August 21, 2018 12:44 am
Link Copied!

অর্থনীতি ডেস্ক, চট্টগ্রাম অফিসঃ ঈদুল আজহায় পশুর চামড়া কিনতে ব্যবসায়ীদের ৬০০ কোটি টাকার ঋণ দেবে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রতিষ্ঠিত ট্যানারির মালিকরা এবার ঋণ পাচ্ছেন। জানা গেছে, যারা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, তাদেরই এবার ঋণ দেওয়া হচ্ছে। এ বছর ৪২ প্রতিষ্ঠানকে ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। গত বছর ৪০ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৫২৬ কোটি টাকা। এছাড়া বেসরকারি খাতের ন্যাশনাল, সিটি, উত্তরাসহ কয়েকটি ব্যাংক এ খাতে আগের মতোই ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত চামড়া কেনায় ১ হাজার ১৩৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ৭১টি গ্রাহকের কাছে ১৮টি ব্যাংক ওই ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে পুরো চামড়া শিল্পে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। চামড়া ব্যবসায়ীরা জানান, বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, এর ৫০ শতাংশ আসে ঈদুল আজহায়। জানা গেছে, চার বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চামড়া কিনতে ২১০ কোটি টাকা ঋণ দিচ্ছে জনতা ব্যাংক। ব্যাংকটি ৩২টি প্রতিষ্ঠানকে এ টাকা দিচ্ছে। গত বছর এসব প্রতিষ্ঠানকে ২০১ কোটি টাকা দেওয়া হয়েছিল। রূপালী ব্যাংক এ বছর চামড়া কিনতে ১৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে। সামিনা ট্যানারি, বেঙ্গল লেদার ও এইচএনএইচ লেদার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে এ টাকা দিয়েছে রূপালী ব্যাংক।অগ্রণী ব্যাংক এ বছরে ১৪৬ কোটি টাকা ঋণ দিচ্ছে। ব্যাংকটির এ ঋণ পাচ্ছে বে ট্যানারি, ঢাকা হাইড, ডুয়েল ইন্টারন্যাশনাল ও এপেক্স ট্যানারি। সোনালী ব্যাংক এবারও তিনটি প্রতিষ্ঠানকে ৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে। ভুলুয়া ট্যানারি, আমিন ট্যানারি ও কালাম ট্যানারি তাদের ঋণ পাচ্ছে।

http://www.anandalokfoundation.com/