13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

admin
August 15, 2018 4:44 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৮-১৮)
বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বুধবার সকাল ৯টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, এ্যাড.আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মি এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা শোক র‌্যালিতে অংশ গ্রহন করেন।

শোক র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষ মঞ্চে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়রম্যান আলহাজ¦ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বশির আহম্মেদ, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, আ.লীগ নেতা অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা আবেদীন, সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, এরপর মেহেরপুর জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, উপজেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় মহিলা সংস্থা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমী, জেলা বিএমএ, গণপূর্ত বিভাগ, কৃষিবিদদ ইনষ্টিটিউট, জেলা আইনজীবী সমিতি, এলজিইডি, মেহেরপুর থিয়েটার, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সড়ক ও জনপদ বিভাগ, জেলা পূজা উদযাপন পরিষদ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারী শিশু পরিবার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয় ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়রম্যান আলহাজ¦ গোলাম রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সমাদ বাবলু বিশ^াস, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বশির আহম্মেদ, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমআরা হীরা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা আবেদীন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল প্রমুখ। এর আগে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসকারীভবন সমূহে জাতীয় পতাকা অর্ধধনমিত রাখা হয়।

http://www.anandalokfoundation.com/