13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ৪৩ফুট লম্বা প্রতিকৃতি উন্মুক্ত হল

admin
August 14, 2018 11:54 pm
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) হাতে তৈরি তার সর্ববৃহৎ প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিকৃতিটি উন্মুক্ত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ৩৪ ফুট। ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাশে বিশাল মঞ্চের ওপর বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে এটি স্থাপিত হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি তার জীবন মানুষের জন্য এবং সোনার বাংলাদেশ গড়তে উৎসর্গ করেছেন।  আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা।

বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ৪৩ ফুট দৈর্ঘ্যের এই প্রতিকৃতি এঁকেছি। এটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ছবি।

আমরা আশা করি এটি সারাবিশ্বের বিখ্যাত ছবিগুলোর মধ্যে স্থান করে নেবে বলেও উল্লেখ করেন তিনি।

http://www.anandalokfoundation.com/