13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকরা হলো জাতি গড়ার বড় কারিগর -এলজিআরডিমন্ত্রী

admin
August 10, 2018 6:24 pm
Link Copied!

 
আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষকের মর্যাদা সার্বজনীন স্বীকৃত। এ ছাড়া শিক্ষকরা হলো জাতি গড়ার বড় কারিগর। তাইতো বর্তমান সরকার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
শুক্রবার (১০ আগষ্ট) সকাল ১১টায় ফরিদপুর জেলা শহরের বদরপুরে মন্ত্রীর নিজ বাসভবনে স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে ‘সার্বজনীন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিআরডিমন্ত্রীর জ্যৈষ্ঠ পুত্র খন্দকার মাশরুর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রীর ছোট ভাই মোহতেশাম হোসেন বাবর, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হীরক প্রমুখ। এ ছাড়াও এ সময় ফরিদপুরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/