13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভীক্ষু-জীবন শেষ হলো থাই গুহা কিশোরদের

admin
August 4, 2018 7:06 pm
Link Copied!

মন্দিরের বুদ্ধমূর্তির সামনে মুড়ানো মাথা নোয়াচ্ছিলো কিশোররা। খালি পায়ে গ্রহণ করছিল মন্দিরে আসা ভক্তদের উপহার। শনিবার থাইল্যান্ডের মন্দিরের এভাবেই ক্যামেরাবন্দি হয় ৩ সপ্তাহ আটকে থাকার পর গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবল দলের সদস্যরা।
শনিবার শেষ হয় শিক্ষানবিশ বৌদ্ধ ভীক্ষু হিসেবে তাদের এক সপ্তাহের মন্দিরবাস। এ অনুষ্ঠানে অংশ নেয় প্রায় তিন শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও। এর মাধ্যমে পরিবারের কাছে স্বাভাবিক জীবনে ফিরে যায় কিশোররা।
থাইল্যান্ডে কেউ বিপদ থেকে উদ্ধার হলে কিছুদিন বৌদ্ধ ভীক্ষু হিসেবে মন্দিরবাসের প্রথা রয়েছে।
গেল ২৩ জুন থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের থাম-লুয়াম গুহায় কোচসহ আটকা পড়েছিল ওয়াইল্ড বুয়ারস নামে একটি ফুটবল দলের এই কিশোররা। ২ জুলাই তাদের খোঁজ পাওয়া যায়। পরে ৮ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের অভিযানে তাদের সবাইকে উদ্ধার করে বহুজাতিক ডুবুরি দল।
http://www.anandalokfoundation.com/