13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণপদক প্রাপ্ত এমপি আফিলকে গণসংবর্ধনা

admin
August 3, 2018 7:16 am
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): মাছের পোনা উৎপাদনে বিশেষ ভূমিকার জন্য মৎস ব্যবসায়ী যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকে পুরস্কৃত করায় গণসংবর্ধনা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ২০ হাজার আ. লীগ নেতাকর্মী ও সমর্থকরা তাকে এই সংবর্ধনা জানান।

উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ আহম্মেদ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনির হোসেন।

প্রায় ৫০ ফুট লম্বা নৌকার মঞ্চে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি আফিল উদ্দিন জানান, শার্শার নেতৃত্বে তার বিকল্প আর কেউ নাই।

শার্শা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ অঞ্চলে ৫৩৮১ হেক্টর জমিতে মাছ চাষ হচ্ছে। এরমধ্যে ১৮৯২ একর জমিতে ২৭০টি মৎস্য ঘের, ৭৮৩ একর জমিতে ৮৯টি নার্সারি, ১৩৯২ একর জমিতে ৮৬২৬টি দিঘি, ২২৫ হেক্টর জমিতে ৮১টি ধান ক্ষেত, ৪৪২ হেক্টর জমিতে ১৫টি বাঁওড়, ৩২৬ হেক্টর জমিতে ১০টি বিল, ১৩ হেক্টর জমিতে ৭টি খাল, ৩০৮ হেক্টর জমিতে ৩টি নদী রয়েছে।

লাভজনক পেশা হওয়ায় দিন দিন সব শ্রেণির মানুষ মাছ চাষে ঝুঁকছে। এখানকার সবচেয়ে বড় মৎস্য চাষ ও পোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে এমপি শেখ আফিল উদ্দিনের।

http://www.anandalokfoundation.com/