13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে জাইকা’র উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

admin
August 1, 2018 8:02 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- ধামইরহাটে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর ২০ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১ আগস্ট বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সফিউজ্জামান ভুইয়া।

উপজেলা পরিচালন ও উন্নয়ণ প্রকল্পের আওতায় জাইকার সহায়তায় সড়ক নিরাপত্তা ও বাড়ির আঙ্গিনায় নারীদের সব্জিচাষ, নিরাপদ মাছ-মাংস-ডিম-দুধ উৎপাদন, ক্ষুদ্র কৃষি উত্যোক্তা, দুর্যোগকালীন করনীয়, বয়স সন্ধিকালীন বালিকাদের স্বাস্থ্য পরিচর্যা, বৃদ্ধদের স্বাস্থ্যসচেতনতা ও আইসিটি প্রশিক্ষণ ও বাল্য বিবাহ এবং মাদক নিয়ন্ত্রনে বিভিন্ন শ্রেনিপেশার শিক্ষক শিক্ষার্থী, বয়স্ক-পুরুষ-মহিলা, ইমাম-মৌলভী-পুরোহিত ইত্যাদি শ্রেনির ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. আকতার হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সবক্ষেত্রে কাজে লাগার জন্য আহবান জানান।

http://www.anandalokfoundation.com/