13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে

admin
August 1, 2018 4:52 pm
Link Copied!

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। ঢাকায় কোন ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। আন্দোলনের সময় গাড়ি ভাংচুর ও পোড়ানোর সঙ্গে স্বার্থন্বেষী মহল জড়িত।’ সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল ।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘দেশের প্রতিটি স্ট্যান্ডে মালিক সমিতি, শ্রমিক সমিতি ও প্রশাসনের লোকজন গাড়ি থেকে যখন বের হবে তখন টার্মিনাল থেকে চেক করে বের করবে। এসময় তাদের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা তা চেক করবেন। যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে গাড়িটি স্ট্যান্ডে থেকে বের হতে পারবে না। তা বাসই হোক কিংবা ট্রাকই হোক।’

তিনি আরও বলেন- ‘ড্রাইভার ও শ্রমিকদের সচেতন করার দায়িত্ব নিয়েছে শ্রমিক ও মালিক সমিতি। আমরা দেখেছি বিভিন্ন চালক অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান- অবরোধে ৩০৯টি গাড়ি ভাংচুর হয়েছে। যার মধ্যে ২৪, ৩১ ১৩৪, গাড়ি পোড়ানো হয়েছে ৮টি, যার মধ্যে দুটি পুলিশের, যা খুবই দুঃখজনক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ‘এ মুহূর্তে আমরা বলতে পারবো না আগামীকাল থেকে সব সমস্যা সমাধান হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে এবং চালকদের সচেতন করতে ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন- ‘আমাদের সড়কে প্রতিদিন দেড়শ যানবাহন যুক্ত হচ্ছে। তাই গাড়ির চাপ প্রতিদিন বাড়ছে।’

এসময় শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

http://www.anandalokfoundation.com/