13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মন্দির ভাংচুর ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

admin
July 26, 2018 7:48 am
Link Copied!

সাজেন বলঃ  নালিতাবাড়ি শশ্মান কালী মন্দিরে ভাংচুর, প্রধানমন্ত্রী নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ইসকন মন্দিরে রথযাত্রা শেষে আলোচনা সভায় হামলা ভাংচুর সহ সারা দেশব্যপী হিন্দু সম্প্রদায় এর হামলার সুষ্ঠ তদন্ত/বিচার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানব বন্ধন।

বুধবার শেরপুরের থানা মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট শেরপুর জেলা শাখা এক মানববন্ধন এর আয়োজন করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখার সভাপতি সুবির কুমার দে এর সভাপতিত্বে বক্ততৃতা রাখেন সাধারণ সম্পাদক, গন্গেশ্বর চন্দ্র মিত্র বিপ্লব, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শেরপুর জেলা শাখার সভাপতি জয় বসাক, হিন্দু যুব মহাজোট, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক বনিক ,হিন্দু ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ সহ অরো অনেকে।

বক্তাগন বলেন সারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে অনেকে ভয় পেয়ে তা প্রকাশ করে না, প্রতিটা জেলায় এক জন না এক জন ভি,আই,পি আছে। যেমন গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নালিতাবাড়ি তে মাননীয় কৃষিমমন্ত্রী মতিয়া চৌধুরী। তাই বলে কি হিন্দু নির্যাতন প্রকাশ করবে না? অবশ্যই হবে। এটাতে ভয়ের কিছু নাই। আমার সম্প্রদায় ক্ষতিগ্রস্ত, আমরা প্রতিকার চাই। একটা দেশের নাগরিক হিসেবে এটা আমার অধিকার। হিন্দুরা ও এ দেশের নাগরিক তারা অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন।

সুবির কুমার দে বলেন, নালিতাবাড়ি শশ্মান কালী মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর এর সুষ্ঠ বিচার এখন শুধু শেরপুর না সারা বাংলাদেশে হিন্দুদের দাবী। নালিতাবাড়ি শশ্মান কালী মন্দিরে ভাংচুর, গোপালগঞ্জের ইস্কন মন্দিরে হামলা সহ সারা দেশব্যপী হিন্দু সম্প্রদায় এর উপর হামলার সুষ্ঠ তদন্ত/বিচার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি ।

http://www.anandalokfoundation.com/