13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

admin
July 22, 2018 9:31 pm
Link Copied!

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, খুলনা।। খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে “স্বয়ংসম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রীর পরিচালনায়  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক রনজিৎ কুমার পাল, উপজেলে চেয়ারম্যান মোঃ খান আলী মুনছুর, জেলা মৎস্য কর্মকর্তা আবু ছাইদ।
উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃশরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শুকলাল বৈদ্য, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন।
অনুষ্ঠানে  বাগদা  চিংড়ি উৎপাদনে সফল চাষী হিসাবে মোঃ রহমত আলী, গলদা চিংড়ি উৎপাদনে  ইন্দ্রজিত রায়,শিং মাছ উৎপাদনে মাজেদুল ইসলাম, কৈ মাছ উৎপাদনে কামরুল ইসলাম,কাঁকড়া উৎপাদনে শুভ্রম গোলদার, সফল মৎস্য সম্প্রসারণ কর্মী  হিসাবে দিপালী বিশ্বাস,মাছ চাষে সফল নারী উদে্াক্তা ঝর্না রানী মন্ডল, গুনগত মান সম্পন্ন মৎস্য খাদ্য বিক্রয়ে সফল প্রতিষ্ঠান হিসাবে মেসার্স মোহনা ট্রেডার্স কে পুরুষ্কার হিসাবে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
http://www.anandalokfoundation.com/