13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ৪দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

admin
July 19, 2018 9:30 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় ৪দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ মাঠে উদ্বোধন করা হয়েছে।

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্ঠি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ জুলাই (বৃহঃবার) সকালে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মেলার শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

এসময় অন্যান্যদের মধ্যে কৃষি বিভাগের উপ পরিচালক শামছুল হক, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কৃষি বিভাগের উদ্যোগে বিনামুল্যে ফলদ বৃক্ষ চারা প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রপোন করেন এবং বিভিন্ন স্টল ঘুড়ে দেখেন।

মেলায় দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারার ১৫টি স্টল রয়েছে। মেলা আগামী ২২ জুলাই পর্যন্ত স্থায়ী থাকবে বলে  আয়োজকরা জানান।

এর আগে প্রধান অতিথি পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন বোদা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বোদা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শোভাযাত্রা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/