13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে শুক্রবার থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব

admin
July 18, 2018 5:59 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ জুলাই’২০১৮:  বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ঝিনাইদহে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী সংস্কৃতিক উৎসব। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ঝিনাইদহ জেলায় নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২০ জুলাই বিকেলে এ উৎসবের উদ্বোধন করবেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে উদ্বোধন শেষে জেলার গুণী শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিন ২১ জুলাই বিকেলে পরিবেশিত হবে পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারিসারি ও মুর্শিদী গান। শেষে শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হবে।

http://www.anandalokfoundation.com/