13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্মরণকালের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে খারাপ পারফরম্যান্স

admin
July 18, 2018 7:32 am
Link Copied!

হেলসিঙ্কিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সুরে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরে জুটছে শুধু নিন্দা। এ ব্যাপারে কার্যত একসুর এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।

আরিজ়োনার রিপাবলিকান সেনেটর, সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাকেন যেমন বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘স্মরণকালের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। ওই বৈঠক খুবই দুঃখজনক ভুল।’’

ভোটে রাশিয়ার নাক গলানো নিয়ে নিজের দেশের তদন্তকেই নস্যাৎ করে হেলসিঙ্কিতে পুতিনের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, ‘‘উনি (পুতিন) বলেছেন রাশিয়া এটা করেনি। আমিও এমন কাজের কোনও কারণ দেখছি না।’’ প্রতিক্রিয়ায় ম্যাকেন লিখেছেন, ‘‘প্রমাণ হল পুতিনের সঙ্গে সমানে সমানে দাঁড়াতে তিনি অক্ষম শুধু নন, অনিচ্ছুকও। মনে হচ্ছিল একই চিত্রনাট্য থেকে দু’জনে পড়ে যাচ্ছেন!’’

ডেমোক্র্যাটদের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ১২ জন রুশকে অভিযুক্ত করেছে তাঁর দেশ। অথচ প্রেসিডেন্ট টুইটে লিখেছেন, ‘‘ফের বলছি, গোয়েন্দাদের উপরে বিশাল আস্থা আছে আমার। এটাও বুঝছি যে, আমরা শুধু অতীতের দিকে তাকিয়ে থাকতে পারি না। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলতে হবে।’’ একে

‘সবচেয়ে গুরুতর ভুল’ আখ্যা দিয়ে ট্রাম্পেরই সহযোগী নিউট গিংগ্রিচের দাবি, অবিলম্বে এই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পকে। ডোমোক্র্যাটদের খেদ, আজ পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্টকে বিপক্ষ দেশের পক্ষ নিতে দেখা যায়নি।

http://www.anandalokfoundation.com/