13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার ভোট ভোট খেলা শুরু করেছে

admin
July 8, 2018 10:28 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের অপকর্ম ঢাকতে ভোট ভোট খেলা শুরু করেছে।’ বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ  রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। কেরাণীগঞ্জ স্বেচ্ছাসেবক ফোরাম ওই সভার আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন,‘এখন ভোট ভোট খেলা চলছে। ভোট ভোট খেলা খেলে সরকার তাদের অপকর্মগুলো আড়াল করতে চায়।’

গয়েশ্বর চন্দ্র বলেন,‘একটি পত্রিকায় দেখলাম, বিএনপির ৩০০ আসনের প্রার্থীর নাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে। তারেক রহমানের টেবিলে ৩০০ নাম কেন? কমপক্ষে ৯০০ নাম আছে। এমনকি ওই প্রতিবেদনে কয়েকজন মৃত মানুষের নামও আছে।’

গয়েশ্বর চন্দ্র রায়  বলেন,‘যেদিন নিউজটি হয়,ওই দিন বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। ওনার কাছে আমি জানতে চাইলাম। আপনি কি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেললেন? উনি শুনে, হাসলেন। আমি আলমারি ও টেবিল তন্নতন্ন করে খুঁজলাম। কিন্তু কোনো নামের তালিকা খুঁজে পেলাম না! ওনারা কোথা থেকে পেলেন? তারা যদি আমাকে একটু দিতেন তাহলে উপকৃত হতাম।’

সভায় চলমান কোটা আন্দোলন নিয়েও গয়েশ্বর চন্দ্র রায়  কথা বলেন। তিনি বলেন,‘নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের নামে কোটা পদ্ধতির অপব্যবহার হচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে, সচিবও ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তার চাকরির মেয়াদ অতিক্রম করছেন।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,‘বাসার মধ্যে না থেকে স্বৈরাচার সরকারকে হটাতে মাঠে ঘাটে নামতে হবে। কারণ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণ সুযোগ পেলে জবাব দিতে প্রস্তুত। এই সু্যোগটা সৃষ্টি করতে হবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে।’

স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি মো.সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে আরো কথা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা মনিরুজ্জামান মনির প্রমুখ।

http://www.anandalokfoundation.com/