13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন ২০১৮ উপলক্ষে নির্বাচনী তফসিল ও নির্দেশনাবলী ঘোষণা

admin
July 8, 2018 8:29 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ৯ই আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ- এর নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষে আজ রবিবার নির্বাচনী তফসিল ও নির্দেশনাবলী ভোটার এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘোষণা করা হয়। ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এর সচিব নির্বাচন কমিশন মোঃ ইকবাল হোসেন।

কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ- এর নির্বাচন ২০১৮ উপলক্ষে নির্বাচনী তফসিল ও নির্দেশনাবলী ঘোষণা নি¤œ রূপঃ ১। খসড়া ভোটার তালিকা প্রকাশ- ০৮-০৭-২০১৮ ইং রোজ রবিবার। ২। আপত্তি দাখিল – ১০-০৭-২০১৮ ইং রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত। ৩। নিস্পত্তি- ১২-০৭-২০১৮ ইং বৃহস্পতিবার ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত। ৪। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ- ১৫-০৭-২০১৮ ইং রোজ রবিবার। ৫। মনোনয়ন পত্র ও ভোটার তালিকা ক্রয় ১৭-০৭-২০১৮ ইং ও ১৮-০৭-২০১৮ ইং রোজ মঙ্গল ও বুধবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (কামারখালী ইউ.পি. ভবন)। ৬। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ – ২১-০৭-২০১৮ ইং রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (কামারখালী ইউ.পি. ভবন)। ৭। মনোনয়ন পত্র বাছাই – ২২-০৭-২০১৮ ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত (কামারখালী ইউ.পি. ভবন)। ৮। আপত্তি নিস্পত্তি এবং বৈধ তালিকা প্রকাশ- ২৩-০৭-২০১৮ ইং রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত (কামারখালী ইউ.পি. ভবন)। ৯। মনোনয়ন পত্র প্রত্যাহার -২৪-০৭-২০১৮ ইং রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত (কামারখালী ইউ.পি. ভবন)। ১০। প্রতীক বরাদ্ধ ২৫-০৭-২০১৮ রোজ বুধবার। ১১। ভোট গ্রহন ০৯-০৮-২০১৮ ইং রোজ বৃহঃবার সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্দেশাবলীঃ ১.প্রার্থী হতে হলে অবশ্যই কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বৈধ ভোটার হতে হবে। ২. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ৩. পাগল অপ্রকৃতিস্থ ও আইন দ্বারা শাস্তি প্রাপ্ত কেহ প্রার্থী হতে পারবে না। ৪. জামানতের টাকার রশিদ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। ৫. মনোনয়ন ফরম ক্রয়ের সময় ভোটার তালিকা বাবদ ৫০০/- টাকা ফি জমা দিতে হবে। ৬. ঘষামাজা কোন মনোনয়নপত্র গ্রহন করা হবে না। ৭. মনোনয়নপত্র ফরমের সঙ্গে দেওয়া জামানতের টাকা অফেরতযোগ্য। ৮. প্রত্যেক পদের প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। ৯. প্রত্যেক পদের প্রার্থীদের নি¤œলিখিত হারে জামানত প্রদান করতে হবে।

ক. সভাপতি পদে – ৬০০০/- টাকা, খ. সহ সভাপতি পদে-৪০০০/- টাকা, গ. সাধারন সম্পাদক পদে-৫০০০/- টাকা, ঘ. যুগ্ন সাধারন সম্পাদক পদে-৩৫০০/- টাকা, ঙ. কোষাধ্যক্ষ পদে-৩০০০/- টাকা, চ. সদস্য পদে(পূরুষ)- ২০০০/- টাকা, ছ. সদস্য পদে(মহিলা)- ২০০০/- টাকা।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), চেয়ারম্যান কামারখালী ইউ,পি.।

http://www.anandalokfoundation.com/