13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভাষা সৈনিক হালিমা খাতুনকে শেষ শ্রদ্ধা

admin
July 4, 2018 9:06 pm
Link Copied!

ভাষা সৈনিক হালিমা খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ। সেখানে তার সহযোদ্ধা, সহকর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই শ্রদ্ধা পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণলায়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ভাষা আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু বলেন, পশ্চিম পাকিস্তানে কারফিউ ভেঙে প্রথম যে নারীদের মিছিলটি বেরিয়েছিল তার নেতৃত্বে ছিলেন হালিমা খাতুন।

ভাষাসৈনিক কামাল লোহানী বলেন, তার মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অথচ রাষ্ট্র বা সরকার কিংবা সংশ্লিষ্ট কোনও দপ্তর তার কোনও খবর নেয়নি। এটা তার প্রতি রাষ্ট্রের অকৃতজ্ঞতা। এ দুঃখটা সাংঘাতিকভাবে আমাদেরকে কষ্ট দেয়।’

শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

http://www.anandalokfoundation.com/