13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সুবিধাবঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের কর্মশালা অনুষ্ঠিত

admin
June 11, 2018 8:41 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার “সুবিধাবঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মসূচির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় পরিষদের সভা কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লীমার পরিচলনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এনামূল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুন নূর, বিআরডিবি কর্মকর্তা সাকিল আহমেদ, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, ইমাম চা বাগানের কাউছার খাঁন, সহকারী বিআরডিবি কর্মকর্তা আমিনুল ইসলাম খাঁন, একটি বাড়ী একটি খামারের উপজেলা সহকারী মুমেদ মিয়া, মামনির ইউনিয়ন লিডার নজরুল ইসলাম। কর্মশালায় সমাজের সুবিধা বঞ্চিত নারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে সামাজিক ক্ষমতায়ণের জন্য সচেতনা বৃদ্ধি করার মূল লক্ষকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত নারীদের সচেতনা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও বিশেষ করে চা বাগানের নারী শ্রমিকদের বিষয়েও আলোচনা হয়।

 

 

http://www.anandalokfoundation.com/