13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মাওলানা কছিম উদ্দিনকে পুতে রাখার কথা স্বীকার করেছিলেন জামাত নেতা নিজামী

admin
June 11, 2018 8:12 pm
Link Copied!

মোঃ লালনঃ  মাওলানা কছিম উদ্দিন আহমেদ ছিলেন ইসলাম ধর্মের একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব। ১৯৭১ সালের নভেম্বর মাসের এই দিনে আল বদর, আলশামস্ রাজাকার বাহিনী মাওলানা কছিম উদ্দিনকে সাথিয়ায় হত্যা করে পুতে রাখার কথা জামাত নেতা নিজামী স্বীকার করে গিয়েছিলেন। বলেছেন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।

রোববার সন্ধ্যায় পাবনার সাথিয়ায় শহীদ মাওলানা কছিম উদ্দিন এর বাসভবন প্রাঙ্গণে কছিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

এম.পি. শামসুল হক টুকুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, এডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আ. লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাসান আলী খান, শহীদ কছিম উদ্দিন এর বড় ছেলে জেড এম.এ. চিশতি প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, যারা মাওলানা কছিম উদ্দিনকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের শত্রু,বঙ্গবন্ধুর শত্রু, জাতির শত্রু। তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী ইফতার মাহফিলে যোগ দেন।

http://www.anandalokfoundation.com/