13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা হল ও রেসলিংয়ের মতো পাপপূর্ণ প্রকল্প: আল-কায়েদা

admin
June 3, 2018 2:07 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক: ‘পাপপূর্ণ প্রকল্প’ সিনেমা হল ও রেসলিংয়ের মতো চালুর অভিযোগ এনে সৌদি আরবের যুবরাজ সালমানের নিন্দা করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। একই সঙ্গে দুর্নীতি এবং নৈতিক অধঃপতনের দ্বার উন্মুক্ত করার অভিযোগ করেছে ইয়েমনভিত্তিক জঙ্গিগোষ্ঠীটি।

আল-কায়েদা বলছে, রক্ষণশীল রাজ্যকে (সৌদি আরব) উদারনৈতিক করতে যুবরাজ সালমানের চেষ্টা ‘পাপপূর্ণ প্রকল্প’। আল-কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে আরো বলে, ‘(মোহাম্মদ সালমানের) নতুন যুগে মসজিদের বদলে সিনেমা হল এসেছে।’

বছরখানেক আগে বাদশাহ সালমান তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ উপাধি দেন। এর পর থেকে সৌদি সমাজে নানা পরিবর্তনের সূচনা করেন তিনি। সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নারীদের গাড়ি চালানোয় অনুমতি কার্যকর হচ্ছে আগামী মাসে। নারীরা ফুটবল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছেন। এ ছাড়া গত এপ্রিলে সৌদির জেদ্দায় হয়ে গেল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের মতো বড় অনুষ্ঠান।

রেসলিং প্রসঙ্গে আল-কায়েদা বলে, ‘প্রতি রাতেই গানের কনসার্ট, চলচ্চিত্র ও সার্কাস প্রদর্শনী হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজরা এতে থেমে নেই।’

http://www.anandalokfoundation.com/