13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাতার নিষিদ্ধ করলো সৌদি-আমিরাতের পণ্য

admin
May 27, 2018 1:42 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধ আরোপের এক বছরের মাথায় কাতার ওই জোটভুক্ত চার দেশের পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির দোকানপাট থেকে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্য সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।

খবর এএফপির। এই চারটি দেশ গত বছর কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। কাতারের সঙ্গে একমাত্র স্থল সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব। ‘সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়া’ এবং ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল’ করার অভিযোগ তুলে এই অবরোধ আরোপ করে জোটটি।

এ ধরনের সংকট দূর করতে কাতারের পাশে এসে দাঁড়ায় তুরস্ক ও ইরান। ইরাক, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায় কাতারের। অবরোধের পাশাপাশি কাতারের সঙ্গে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

ফলে কাতারকে কুয়েত, ওমান হয়ে তুরস্ক ও ইরান থেকে পণ্য আমদানি করতে হয়। কাতারের অর্থ মন্ত্রণালয় এক নির্দেশে বলে, গত শনিবার থেকে বাজার তদারককারীরা দোকানপাট পরিদর্শন করে দেখবেন ওই চারটি দেশের কোনো পণ্য রয়েছে কিনা?

http://www.anandalokfoundation.com/