13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় জোর করে ক্ষেতের ধান কেটে নিলো তিন ভাই

admin
May 25, 2018 4:11 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় এক চাচাতো ভাইয়ের ক্ষেতের ধান জোর করে কেটে নিলো অন্য তিন চাচাতো ভাই। উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে সালথা থানায় একটি অভিযোগ রয়েছে।

জানা গেছে, পুটিয়া গ্রামের মৃত আজিম খান ও মৃত সুলতান খানের পৈতৃক সম্পত্তি উভয় দুই ভাইয়ের সন্তানেরা ভাগবাটোয়ার মাধ্যমে চাষ করে আসছেন। মৃত আজিম খানের ছেলে ইলিয়াছ খান অভিযোগ করে বলেন, গত রবিবার সকালে আমার চাচা সুলতান খানের তিন ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খান, কালাম খান ও আতাউর রহমান খান জোর পুর্বক লোকজন দিয়ে প্রভাব খাটিয়ে আমাদের স্বরমঙ্গল মৌজার ১৬৯ নং দাগের ৩০ শতাংশ জমি থেকে ধান কেটে নিয়ে যায়। এব্যাপারে আমি সালথা থানায় একটি অভিযোগ দিয়েছি। অভিযুক্ত কালাম খান বলেন, আমার জমি থেকে আমি ধান কেটেছি।

সালথা থানার এএসআই রাজিব কুমার সাংবাদিকদের বলেন, ইলিয়াছ খানের অভিযোগের ভিত্তিতে আমি ও এএসআই হেলাল উদ্দীন ঘটনাস্থলে গিয়েছিলাম। বাদী-বিবাদীর সম্মতিক্রমে স্থানীয় ইউপি সদস্য টিটুল মোল্যার জিম্বায় ধান রেখে এসেছি। ঈদের পরে স্থানীয়ভাবে বসে এটার সমাধান করা হবে।

http://www.anandalokfoundation.com/