13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যে কোন মুল্যে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে -এমপি আফিল উদ্দিন

admin
May 25, 2018 3:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোল: সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, প্রাথমিক পর্য্যায়ে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবে। এর জন্য প্রয়োজন মেধা সৃষ্টি করা। আর মেধা সৃষ্টি করতে মূল দায়িত্বে রয়েছে শিক্ষকরা। আর তাদেরকেই হতে হবে দায়িত্বশীল। শিক্ষকই দেশ গড়ার কারিগর বলে আমি মনে করি। কারন তারাই মেধা সৃষ্টি করে। আর এই মেধা জাতির জন্য মঙ্গল বয়ে আনে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যাপক কাজ করে চলেছে। একমাত্র শিক্ষকরাই সরকারের এ উদ্যোগকে সফল করতে পারে। একই সাথে রাজনীতিবিদদেরকেই এগিয়ে এসে যে কোন মূল্যে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। বৃহস্পতিবার  সকালে শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম  সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেযারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/