13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি হলেই জন-দুর্ভোগ, মোল্যাপাড়ায় ভরাট খাল খনের দাবী

admin
May 21, 2018 5:49 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মোল্যাপাড়া, নলোপাড়া এবং মিয়াপাড়ার মানুষেরা বৃষ্টির দিনে পানিতে হাবুডুবু খাচ্ছে এবং বাড়ি যাতায়াতের রাস্তা তলিয়ে যায় বলে খবর পাওয়া যায়।

দেখা যায় তার এক মাত্র কারন কামারখালী বাজার হরিদাস শিকদারের বাড়ির সামনে থেকে সোজা মোল্যাপাড়ার ইটের রাস্তার বাম পাশ দিয়ে যে খাল আছে সেটা ময়লা-আবজর্নায় একে বারে ভরাট হয়ে আছে। পানি বের হওয়ার কালভার্ট থাকা সত্ত্বেও পানি বের হচ্ছে না।

খালের পাড় সমান হয়ে গেছে। যার কারনে মোল্যাপাড়া, নলোপাড়া এবং মিয়াপাড়া জলবদ্বতা হয়ে আছে। ফলে মানুষ চলাফেরায় চরম দুর্ভোগে আছে। এ ব্যাপারে চেয়ারম্যানের নিকট জানালে চেয়ারম্যান উর্ধবতন কতৃপক্ষের নিকট জানাবেন এবং ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

তাই সরোজমিনে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কতৃপক্ষ এসে গভির খাল খনন করার এবং বৃষ্টির পানি মছলন্দপুর, কোমরপুর মাঠে অথবা নদীতে পৌছা দেওয়ার ব্যবস্থা করতে এলাকাবাসি দাবি জানায়।

http://www.anandalokfoundation.com/