13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ কর্মসূচি

admin
May 17, 2018 2:56 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২৫ মে থেকে আগামী ৫ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুরে দলের যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আমরা দুদিনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। বাকিগুলো আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে। দুদিনের কর্মসূচি হলো ২৯ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।’

এ ছাড়া ৩০ মে ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, মহাসচিবের নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধা ও জিয়ারত করা হবে। এ ছাড়া নয়াপল্টনে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

http://www.anandalokfoundation.com/