13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নিরাপদ আম বাজারজাত করনে সময় নির্ধারণ

admin
May 17, 2018 8:47 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে চলতি বছর হিমসাগর আম ২৮ মে এবং ল্যাংড়া আম ৫ জুন থেকে বাজারজাত শুরু হবে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাত করণ সভা থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তর যোৗথ ভাবে এ সভার আয়োজন করে। এছাড়া আঁটি আম ১৮ মে, ফজলি আম ২০ জুন এবং আম্রপালি ১০ জুলাই থেকে বাজাররাত করা যাবে।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কামরুজ্জামান,মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বাগান মালিক আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর আব্দুল আওয়াল, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ বাগান মালিক ও আম ব্যবসাীরা উপস্থিত ছিলেন।
৪৫১৮

http://www.anandalokfoundation.com/