13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু শরনার্থী, বাঙালি দলিতরা আপনার কী ক্ষতি করেছে, মমতাকে প্রশ্ন অমিতের

Brinda Chowdhury
January 7, 2020 7:48 am
Link Copied!

‘হিন্দু শরনার্থী, বাঙালি দলিতরা আপনার কী ক্ষতি করেছে৷ শরনার্থীদের নাগরিকত্ব দিতে কেন বাধা দিচ্ছেন মমতাদিদি৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পালটা প্রশ্ন অমিত শাহের।

একইসঙ্গে শরনার্থীদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, ‘এদেশে আসা হিন্দু শরনার্থীদের আতঙ্কের কোনও কারণ নেই৷ তাঁদের নাগরিকত্ব দিয়ে সম্মানের সঙ্গে এদেশে থাকার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।’

শিলিগুড়িতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে কর্মসূচিতে আবারও একবার নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই রাজস্থানের যোধপুরের সভা থেকে মমতাকে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলনেত্রী ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন বলে অভিযোগ অমিত শাহের। একইসঙ্গে নাগরিকত্ব আইনের পক্ষেও এদিন জোরদার সওয়াল অমিত শাহের। নাগরিকত্ব আইন ইস্যুতে পিছিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই বলে এদিন স্পষ্ট করেছেন অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের পালটা আক্রমণ শানালেন অমিত শাহ। শুক্রবার রাজস্থানের যোধপুরে বিজেপির একটি সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছেন বলে অভিযোগ শাহের। কেন্দ্রের বিরোধিতা করায় এদিন কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, সপা, বসপারও কড়া সমালোচনা করেছেন অমিত শাহ। তবে বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি সময় খরচ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

এদিন যোধপুরের সভায় শুরু থেকেই রুদ্র মেজাজে ছিলেন অমিত শাহ। নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলনেত্রীর কড়া সমালোচনা করে এদিন শাহ বলেন,‘ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটব্যাঙ্ক বাঁচাতেই কেন্দ্র বিরোধিতায় পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন মমতাদিদি।’ এরই পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়ে সওয়াল করতে গিয়ে পশ্চিমবঙ্গের শরনার্থীদের প্রসঙ্গটিও টেনে এনেছেন অমিত শাহ৷ মমতা বন্দ্যোপাধ্যায় শরনার্থীদের পক্ষে নন বলে অভিযোগ অমিত শাহের।

এরই পাশাপাশি নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করায় এদিন কংগ্রেস, আপ, সপা, বসপারও কড়া সমালোচনা করেছেন অমিত শাহ৷ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা সুর চড়াচ্ছেন বলে দাবি অমিত শাহের৷ একইসঙ্গে নাগরিকত্ব আইন বাতিলের কোনও সম্ভাবনা নেই বলে এদিন স্পষ্ট করেছেন অমিত শাহ৷ কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

http://www.anandalokfoundation.com/